ঈদ যা আমার জন্য
কারো জন্য ঈদ মদ গাজার
আবার কারো জন্য শারিরিক মিলনের
কারো জন্য রিকশায় হুট হুটায় নরম মাংস পিন্ডের স্পর্শ নেয়া
আবার কারো জন্য এক চিলতে ভালোবাসা পাবার আশায় হাতে হাত রেখে পাশাপাশি বসে থাকা
কারো জন্য ঈদ মানে আনন্দ,বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে ওঠা
আবার কারো জন্য পরিবার পরবির্গ নিয়ে বাইরে ডিনারে যাওয়া
কারো জন্য ঈদ মানেই নতুন জামা,নতুন নাটক আর ছুটির দিন
আবার কারো জন্য বাড়িতে কবে যাভে সেই আশায় দারোয়ানের জামা গায়ে রেস্টুরেন্টের গেট খোলা
কারো জন্য ঈদ মানে ঘরে ঘরে যেয়ে কোরবানির মাংস চাওয়া
আবার কারো ঈদ মানে রাস্তায় রাস্তায় হাত পাতা সারাদিন কিছু খাইনাই বলে
কারো কাছে ঈদ মানে ক্যমেরা হাতে ফোটোশুটে যাওয়া
আবার কারো কাছে দামী রেস্টুরেন্টে বসে নামে ও দেখতে সুন্দর খাবারের ডিশটি অর্ডার করা
আজ বাইরে যতক্ষন ছিলাম আশেপাশের মানুষের ঈদের দিনটা কেমন তাই খেয়াল করলাম
যা যা দেখিলাম এহাই বর্ননা করলাম
আর হ্যে আমার কাছে ঈদ মানে ঈদ
No comments