🎬movie: Upside Down 📀Genre: sci-fic, romantic 💯Rating: 9.5/10
▶যারা
যারা রোম্যান্টিক ফিল্ম পছন্দ করেন তাদের জন্য এই ফিল্ম মাষ্ট ওয়াচ বলবো
আর সাথে তো সাইন্সফিকশন আছেই। রোম্যান্টিক ফিল্ম বলে এইখানে বোরিং হবার কোন
চান্সই দেয়নি। গ্রাফিক্স খুব ভালো অন্য সাদামাটা রোম্যান্টিক মুভি থেকে
সম্পূর্ন আলাদা।
▶আচ্ছা
কখনো কি ভেবেছেন একটি দুনিয়া তার উপর আবার আরেক দুনিয়া! সেটা আবার সোজাও
না উল্টো হয়ে আছে! মানে একটাকে বলা হয়েছে ডাউনওয়াল্ড আরেকটা আপওয়াল্ড আর এই
দুটি গ্রাভিটির সাহায্য সামঞ্জস্যপূর্নতা বজায় রেখে চলছে। আপনি চাইলেই এক
ওয়াল্ড থেকে আরেক ওয়াল্ডে যেতে পারবেন না যেমন ধরেন ভিসা ছাড়া আমেরিকা
যাওয়ার মত। এর মদ্ধে যেটা ডাউনওয়াল্ড সেটা দরিদ্র আর আপওয়াল্ড খুব উন্নত।
দুটি ওয়াল্ড একটি ট্রান্সওয়াল্ডের সাথে যুক্ত। এই ট্রান্সওয়াল্ড হলো সবচেয়ে
বড় প্রতিষ্ঠান যেখানে দুই ওয়াল্ড একসাথে কাজ করে এটি ডাউন আর আপওয়াল্ডের
সাথে সারাসরি যুক্ত অবস্থায় আছে।
▶এডাম
গল্পের নায়ক যে ডাউনওয়াল্ডে দারিদ্রতার বেড়ে উঠেছে।ছোট বেলায় সুযোগ পেলেই
লুকিয়ে বর্ডার ক্রস করে পাহারের সর্বোচ্চ চুড়ায় উঠে যেত যেখান থেকে
আপওয়াল্ড খুব দূরে না। হঠাৎ করেই একদিন ইডেনের সাথে (গল্পের নায়িকা) তার
দেখা হয়ে যায়। ইডেন ছিলো আপওয়াল্ডের বাসিন্দা। এভাবেই ওরা বন্ধু থেকে আস্তে
আস্তে একে অপরকে ভালোবাসে। যখন ওরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলো তখন এডাম দেখা
করতে যাবার সময় দড়ি নিয়ে যেতো, সেই দড়ি দিয়ে টেনে ইডেনকে টেনে নামিয়ে আনতো।
একদিন বর্ডারগার্ডস ওদের দেখে ফেলে গুলি ছোড়ে। এডামের হাতে গুলি লাগে আর
ইডেন ছিটকে যায়। এডাম ভেবেনিয়েছিলো ইডেন আর নেই তারপর প্রায় দশ বছর পর
টিভিতে ইডেনকে দেখতে পায় এডাম। ওরা দুজনেই তখন ট্রান্সওয়াল্ডে জব করতো।
এডাম সাইন্টিফিক মেটারিয়াল ব্যাবহার করে ঝুকি নিয়ে ইডেনের সাথে দেখা করতে
গেলে ইডেন তাকে চেনে না বলে দেয়! এরপর ইডেনের সাথে দেখা করতে এডাম এক দারুন
পদ্ধতি বানায় এবং সবার চোখ ফাকি দিয়ে আপওয়াল্ডে যেতে থাকে। কি সেই পদ্ধতি
আর কি করেই বা তাদের মিল হলো তা জানতে হলে দেখতে হবে মুভিটি।
▶মুভিটি
দেখে যে কিভাবে সময় কেটে গেল বুঝলামই না। আসলে এতটাই ইন্টারেস্টিং ছিলো
যে চোখ সরাতে পারছিলাম না। আমার কাছে সেরা একটা মুভি এটা আর সবার ভালো
লাগবে বলেই রিভিউ দিলাম ধন্যবাদ।।।
No comments