Header Ads

Header ADS

Venom Movie Review


ভেনাম মুভিটির মাধ্যমে লাইফে সিনেপ্লেক্স/সিনেমা হলে গিয়ে ১০০ বার মুভি দেখা পূরণ হবে আমার।
সেই উপলক্ষে আমার বেডরুমটি ভেনাম মুভির পোস্টার দিয়ে সাজিয়ে দিলাম ।
২০০৬ সালে,অনেক ছোট থাকাকালীন আব্বুর হাত ধরে ডেনিয়েল ক্রেগের প্রথম
জেমস বন্ড মুভি ক্যাসিনো রয়াল দেখার মাধ্যমে সিনেমা হল/সিনেপ্লেক্সে মুভি দেখার মাধ্যমে বড় পর্দায় মুভি দেখা শুরু হয়,সেদিনের স্মৃতি গুলি আজো চোখে ভাসে।
আশেপাশে অন্যান্য মুভির পোস্টার ঝুলানো ছিল,এরমধ্য কলিন ফ্যারেল আর আঞ্জেলিনা জোলীর আলেকজান্ডার মুভির পোস্টারটি এখনো চোখে ভাসে।
১২ বছর পর ২০১৮ সালে টম হার্ডি অভিনীত ভেনাম মুভিটির মাধ্যমে ১০০ বার সিনেমা হলে গিয়ে মুভি দেখার মাইকফলক তৈরী হচ্ছে তাই ভেনাম মুভিটি আমার কাছে একটি স্পেশ্যাল মুভি। টাকা খরচ কমানোর জন্য সাদাকালো পোস্টার প্রিন্ট করেছি

--তপু জাভেরী




No comments

Powered by Blogger.