রাতারগুল, সিলেট
রাতারগুল, সিলেট
আমার ট্যুর ডেট ছিল - ০৭/০৭/১৮
সিলেটের অন্যতম পর্যটন আকর্ষন হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। আর এই সোয়াম্প ফরেস্ট আমরা দুই বন্ধু ঘুরেছিলাম কায়াকিং করে। আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে অবশ্যই কায়াকিং করবেন। কায়াকে ঘুরে আপনি যে মজা পাবেন সেটা কোন দিনও নৌকা তে পাবেন না। এটা আমি বাজি ধরে বলতে পারবো। কারন কায়াক নিয়ে আপনি রাতারগুলের যেখানে সেখানে ঢুকতে পারবেন। ইচ্ছা হলেই থামতে পারবেন। যেটা নৌকা নিয়ে আপনি পারবেন না। আর রাতারগুলের ভিতরে ঢুকে কিছু সময় চুপচাপ কায়াকে বসে থাকবেন যেখানে গাছের ঘনত্বের কারনে সূর্যের আলো যায় না, চারিদিকে দিনের বেলাতেই ঝিঁঝিঁ পোকার ডাক, স্রোতের কল কল শব্দ, হটাৎ পাখির ডানা ঝাপটানোর শব্দ, পানির ভিতরে ঘাটি গেড়ে থাকা বিশাল বিশাল গাছ, ওয়াচ টাওয়ার হতে চারপাশের ভিউ..........সর্বোপরি আপনি মুগ্ধ হতে বাধ্য!
রাতারগুল যেতে হলে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে। তারপর নিচের রুট ফলো করুন।
আম্বারখানা – চৌরঙ্গি ঘাট - সিএনজি - ৫০/-(এই ঘাটেই যাবেন। সিএনজি ড্রাইভার অন্য ঘাটে নিতে চাইলেও যাবেন না)
কায়াক দুই জন এক ঘন্টা - ৩০০/-
গাইড প্রতি ঘন্টা - ১৫০/- (প্রথমবার গেলে গাইড নেওয়াটাই উত্তম। নাহলে পথ হারিয়ে ফেলতে পারেন। আর গাইড এর জন্য ১০০/- টাকা নিতে বলবেন। আমরা এক ঘণ্টা ১০০/- টাকা দিয়েছিলাম)
রাতারগুলে কায়াকিং করার জন্য আগে হতে ইনফরমেশন লাগলে – ০১৭১৫৬৪৪৪১০ – মামুন
আর ছবির ঐ শিক্ষিত নামক অশিক্ষিত গুলার মতন যেখানে সেখানে বিদ্যা জাহির করা হতে বিরত থাকুন আর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
হ্যাপী ট্রাভেলিং!
আম্বারখানা – চৌরঙ্গি ঘাট - সিএনজি - ৫০/-(এই ঘাটেই যাবেন। সিএনজি ড্রাইভার অন্য ঘাটে নিতে চাইলেও যাবেন না)
কায়াক দুই জন এক ঘন্টা - ৩০০/-
গাইড প্রতি ঘন্টা - ১৫০/- (প্রথমবার গেলে গাইড নেওয়াটাই উত্তম। নাহলে পথ হারিয়ে ফেলতে পারেন। আর গাইড এর জন্য ১০০/- টাকা নিতে বলবেন। আমরা এক ঘণ্টা ১০০/- টাকা দিয়েছিলাম)
রাতারগুলে কায়াকিং করার জন্য আগে হতে ইনফরমেশন লাগলে – ০১৭১৫৬৪৪৪১০ – মামুন
আর ছবির ঐ শিক্ষিত নামক অশিক্ষিত গুলার মতন যেখানে সেখানে বিদ্যা জাহির করা হতে বিরত থাকুন আর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
হ্যাপী ট্রাভেলিং!
No comments