Header Ads

Header ADS

এবার নতুন রূপে PUBG! নতুন আপডেটে PUBG তে যোগ করা হলো PUBG 0.8.0

অ্যান্ড্রয়েড ও iOS উভয়েই নতুন আপডেট এলো PlayerUnknown’s Battlegrounds বা PUBG। নতুন 0.8.0 বিটা আপডেটে PUBG গেমে
যোগ করা হলো একাধিক নতুন নতুন ফিচার। এই আপডেটে PUBG গেমে যোগ করা হয়েছে নতুন ম্যাপ, নতুন অস্ত্র, নতুন গাড়ি সহ একাধিক নতুন সব ফিচার।





পিসি বা এক্সনক্সের মতো অনলাইনে মোবাইলেও খেলা যায় এই PUBG গেম। এ বছরের মার্চ মাসেই মোবাইলের জন্য লঞ্চ হয় PUBG। মোবাইলে লঞ্চের পরই একেবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় এই গেম। PUBG গেমে প্যারাশুট করে খেলোয়াড়রা একটি যুদ্ধক্ষেত্রে নামে। এর পর গাড়ি ও অস্ত্র খুঁজেই শুরু হয় যুদ্ধ। যে খেলোয়াড় এই খেলায় শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে তিনিই জয়ী হবেন।

আর এই নতুন আপডেটে PUBG গেমে যোগ করা হয়েছে নতুন ম্যাপ। এই ম্যাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলেও এবার PUBG গেম খেলা যাবে। ৪.৪x৪.৪ কি.মি জায়গা জুড়ে রয়েছে এই ম্যাপ। যা অন্যান্য ম্যাপগুলির তুলনায় অনেকটা ছোট। এর সাথে থাকছে নতুন QBZ অ্যাসাল্ট রাইফেলও। সম্প্রতিই PUBG থেকে Scar-L সরিয়ে তার পরিবর্তে নতুন এই রাইফেল এসেছে PUBG-তে।

No comments

Powered by Blogger.