মাষ্টারপিস মুভি সমাচার
আপনি কি খুব বোরিং ফিল করতেছেন?? অবসর টাইম পাস করতে পারতেছেন না?? আপনার ব্রেইন কি অলস হয়ে পড়েছে?
আপনি কি বিবাহিত? বউ ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে? বাসায় একা একা ভাল লাগেনা?? আপনার কি গফ,বফ নাই? এই কারণে হতাশ?
আপনার ব্রেইনকে কাজে লাগাতে চান? কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে চান? তাহলে আপনার জন্য এই বিশেষ সমাধান :-D :-D
একটা মাইন্ড বেন্ডিং মুভির লিস্ট।।যে মুভিগুলা বুঝতে হলে আপনাকে ভাবতে হবে,ব্রেইন খরচ করতে হবে।। :-)
Some of them may contain spoiler 😒😒
1.Mulholland drive(2001)
imdb:8/10(269,059)
genre:drama,mystery,thriller
David Lynch এর মুভি দিয়েই শুরু করলাম।। দর্শকদের কিভাবে মুভিতে ডুবিয়ে রাখা যায় তা ভালোই বুঝেন এই ডিরেক্টর।। অসাধারণ টুইস্টে ভরপুর এবং আপনাকে টানাটানি ছাড়া মুভি দেখতে হবে।টেনে দেখলে স্টোরি বুঝা যাবে না।।
সতর্কতা:যথেষ্ঠ এডাল্ট (১৮+) কন্টেন্ট আছে।।
2. Mr.nobody (2009)
imdb:7.9/10(178,482)
genre:drama, fantasy
এই মুভির মাধ্যমে আমার মাইন্ড ফা** মুভি দেখার যাত্রা শুরু।।তখন মুভি পুরোপুরি না বুঝলেও ওইটা নিয়া ওত ঘাটাঘাটি করতাম না।। আর এখন মুভি না বুঝলে শান্তি লাগে না :-D :-D
3.The butterfly effect(2004)
imdb:7.7/10(394,118)
genre: sci-fi,thriller
এই মুভিটাতে এক জায়গায় বাংলাদেশের নাম উচ্চারণ করতে দেখা।।যদিও বেপারটা তেমন কিছু না তারপরেও কেমন জানি একটু ভালো লাগে :-)
4. The prestige(2006)
imdb:8.5/10(966,796)
genre: drama,mystery,sci-fi
দ্যা প্রেস্টিজ দিয়েই আমি নোলানের নাম শুনেছিলাম।। তখন খুব বেছে বেছে মুভি দেখতাম কারণ মোবাইলের ডাটা ছিল তো :-(
গুগলে,ইউটিউবে সার্চ করে বেস্ট মিস্ট্রি মুভির নাম খুজতাম।।
5.Memento(2000)
imdb:8.5/10(994,988)
genre:mystery,thriller
যে যাই বলুক আমার ব্যক্তিগতভাবে নোলানের মুভির মধ্যে মেমেন্টু বেশি ভালো লাগছে।। জানি এই লাইটা পড়ার পরে কয়েকজন কমেন্টে লিখবে," inception বাদ দিয়ে আপনার মেমেন্টু ভাল্লাগছে??? "আপনাকে কমেন্ট বক্সে স্বাগতম :-P
6.Lost highway(1997)
imdb:7.6/10(109,640)
genre:mystery,thriller
এনাদার মাইন্ড ফাকিং মাস্টারপিছ অফ ডেবিড লিঞ্চ।। তার মাথায় যে কিভাবে এই চিন্তা আসে সেই ভালো জানে!!!
১৮+ দৃশ্য আছে।।
7. Source code(2011)
imdb:7.5/10(422,551)
genre:mystery, sci-fi
একটা ট্রেনে বোম্ব আছে।। অন্য একজনের ভিতরে ঢুকে তাকে এই বোম্ব খুজে বের করতে হবে।। তার সময় মাত্র ৮ মিনিট।।
Jake gyllenhaal এর প্রায় মুভিগুলাই মিস্ট্রি রিলেটেড।।আমার ফেবারিট এক্টর।।
8.Looper(2012)
imdb:7.4/10(469,747)
genre:action,crime
টাইম ট্রাভেল রিলেটেড মুভি।। লোপ বন্ধ করতে কিছু সৈনিককে ফিউচারে পাঠানো হয়।।অনেক আগে দেখছি।পুরোপুরি মনে নাই।।
9.Cache(2005)
imdb:7.3/10
genre:drama,mystery,thriller
একটা বিবাহিত কাপলের দরজার সামনে প্রতিদিন একটা ভিডিও টেপ কে জানি রেখে যায়।। ভিডিওতে তাদের বাড়িটা দেখা যায়।।কিন্তু কে এই ভিডিওটা করে সেটা খুজে পাওয়া যায় না।।
10. Predestination(2014)
imdb:7.5/10(203,253)
genre:drama,mystery,sci-fi
মুভিটা দেখার পর কিছুক্ষণ হা করে বসে ছিলাম।।মনে মনে সমীকরণ মিলাইতে চেষ্টা করলাম।। এটা কেমনে সম্ভব :O :O
11. the illusionist(2006)
imdb:7.6/10(320,977)
genre: drama,mystery,rommance
একটা ম্যাজিশিয়ানের স্টোরি।। কিভাবে জাদু দেখিয়ে মানুষদের বোকা বানানো যায়।। অসাধারণ টুইস্ট আছে।।
12. Fight club(1999)
imdb:8.8/10(1,525,167)
genre:drama
দ্যা ফার্স্ট রুল অফ ফাইট ক্লাইব ইজ, ইউ ডু নট টক এবাউট ফাইট ক্লাব।।
13.shutter island (2010)
imdb:8.1/10(906,239)
genre:mystery,thriller
ডি ক্যাপ্রিওর মাস্টারপিছ।। এগুলা হচ্ছে আলোচিত মুভি।এসব মুভি সম্পর্কে কিছু বলা লাগে না।।
14.inception(2010)
imdb:8.8/10(1,665,972)
genre:sci-fi,adventure
এনাদার মাস্টারপিছ অফ ডি ক্যাপ্রিও ডিরেক্টেড বাই নোলান।।
15. 12 monkeys(1995)
imdb:8/10(509,109)
genre:mystery, thriller,sci-fi
এনাদার টাইম ট্রাভেল মাস্টারপিছ।।শত্রুদের ধরার জন্য ভবিষ্যতে পাঠানো হয়।।
16.The sixth sense(1999)
imdb:8.1/10(780,967)
genre:drama,mystery,thriller
এটা একটা বাচ্চার গল্প যে কিনা মৃত মানুষদের দেখতে পায়।। যার ফলে তার মধ্যে এবনরমালিটি দেখা যায়।।
17.Interstellar (2014)
imdb:8.6/10(1,133,073)
genre:sci-fi,adventure
আমার মতে নোলানের এবং সাই- ফাই মুভির মধ্যে সবচেয়ে কঠিন মুভি হল ইন্টারস্টেলার।। স্পয়লার দিলেও এই মুভি সবাই বুঝবেনা।।আপেক্ষিকতা,ব্ল্যাক হোল সম্পর্কে যাদের ধারণা আছে তারা সহজে ক্যাচ করতে পারবে।।
18.Black sswan(2010)
imdb:8/10(604,311)
genre: psycho thriller,drama
এসব মুভি সম্পর্কে কিছু বলতে গেলেই স্পয়লার হয়ে যাবে।।
19.A beautiful mind(2001)
imdb:8.2/10(698,673)
genre:biography
আমাদের কল্পনা শক্তি কতটুকু?? সর্বোচ্চ চোখ বন্ধ করে কিছু কল্পনা করতে পারি।। কখনো শুনেছেন চোখের সামনে কয়েকজন মানুষ আপনি দেখতেছেন কিন্তু এরা বাস্তবে নাই।। বাস্তব সত্যের উপর ভিত্তি করে নির্মিত মুভি।। ম্যাথ পড়তে পড়তে যে কিভাবে পাগল হয়ে যায় তার প্রকৃত উদাহরণ।। বাস্তবে সে নোবেল প্রাইজ ও পাইছে।।এমনকি নোবেল প্রাইজ পাওয়ার সময় ও সে পুরোপুরি সুস্থ ছিল না।।
আমি নিজেও ম্যাথের স্টুডেন্ট ;-) ;-)
20. The skin i live in (2010)
imdb:7.6/10(114,527)
genre:thriller
স্প্যানিশ মাইন্ড বেন্ডিং মুভি।। শুরুতে ধারণা ও করা যায় না আসল স্টোরিটা যে কি।।।
I bet u will not understand all of this movie without any help of your friends,google,or youtube or watching couple of time :-) :-)
অনারেবল মেনশন:
1.the usual suspect
2.gone girl
3.the invisible guest
4.the machinist
5.zodiac
6.the fountain
7.the game
8.coherence
9.the loft
10.american psycho
11.inland empire
12.blue velvet
13.12 angry man
14.anna
15.Eternal sunshine of the spotless mind
16.Donnie darko
17.China town
18.Dial M for murder
19.identity
20.Insomnia
21.get out
22.mystic river
23.pulp fiction
24.seven
25.twin peaks
26.prisoners
27.the lives of others
28.the others
29.the body
30.blade runner 2049
31.shawshank redemption
32.get out
33.the silence of the lambs
34.incendies
অনারেবল মেনশনের মুভিগুলা হচ্ছে থ্রিলার মুভি।। যেগুলাতে থ্রিল, টুইস্ট আছে তবে বুঝতে এত কষ্ট হয় না।।
লিখাটা অনেক আগের।তাই নতুন মুভিগুলো বাদ গেছে।এছাড়া অনেক ভালো মুভি হয়তো বাদ গেছে।।কারণ আমি সব মুভি দেখি নাই আর হয়তো অনেক মুভির কথা আমার মনেও নাই।।
বিঃদ্রঃ ছবিটা ফেসবুক থেকে কালেক্ট করেছি।
No comments