Header Ads

Header ADS

চেনা শহর

প্রিয় মালিনী, 

গতকাল যখন ধানমণ্ডি সরবোর পার হচ্ছিলাম ঠিক তখনই তোমাকে দেখলাম সেই লেকঘেসে ভাঙ্গাচুরা দেয়ালে বসে আছো। সেই লম্বা চুল আর কান ভরা দুল। আমার ভিতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে উঠলো, প্রেম নয় এক বিচ্ছেদ হাহাকার, তবুও মনে পরে গেল ভুল কি আমার ছিল নাকি তার কিন্তু সে যাই হোক আমি কেন বারবার মূর্ছনাতে ভাসি একাকী।  


No comments

Powered by Blogger.