Header Ads

Header ADS

Bangladesh Freelance

Freelance Jobs in Bangladesh


বাংলাদেশের ফ্রিল্যান্স লেখালেখির অন্যতম প্লাটফর্ম Tahmid Express  

তাহমীদ এক্সপ্রেস সাইটে লেখালেখি করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। পাবলিশ হওয়া প্রতিটি পোস্ট বা আর্টিকেলের জন্য আপনাকে পেমেন্ট করা হবে। প্রতিটি পোস্টের জন্য নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমান টাকা থাকবে যা প্রতিমাসে আপনাকে দেয়া হবে।

 

  • ৭০০ শব্দ বা তার বেশি এর কমপক্ষে ১০ টা পোস্ট প্রথমে সাবমিট করতে হবে এরপর একাউণ্ট মনিটাইজ হবে।
  • সাবমিট করা পোস্টে কোন রকম দাড়ি-কমা-বানান জনিত ভুল থাকা যাবেনা।
  • পোস্ট অবশ্যই অথেনটিক হতে হবে।
  • পোস্টে কোন পরিসংখ্যান বা কোন তথ্য দেয়া হলে সেটার অবশ্যই রেফারেন্স দিতে হবে।
  • ১১ নং পোস্ট থেকে আপনার মনিটাইজেশন এনাবেল করে দেয়া হবে।
  • মনিটাইজেশন এনাবেল হলে আপনার প্রোফাইলে একাউন্টের পাশে একটা টিক মার্ক দেয়া হবে অথবা আপনাকে ইমেইল করে জানানো হবে।
  • এর সাথে সাথে একাউন্ট ভ্যারিফাইড ও হয়ে যাবে।
  • অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে বার্থ সারটিফিকেট এর স্ক্যান কপি সাবমিট করতে হবে। (ইমেইলে)

 যেভাবে যা আয় করতে পারবেনঃ 

১) বিভিন্ন বিষয়ে আর্টিকেলে লিখতে পারবেন ! 
২) বাংলা হতে ইংরেজি অথবা ইংরেজি হতে বাংলা ট্রান্সলেট করতে পারবেন


আয়



বোনাস পেমেন্ট প্রতি ৫,০০০ ভিউয়ের জন্য – ১০০ টাকা প্রতি ৫০,০০০ ভিউয়ের জন্য – ৫০০ টাকা পোস্ট প্রতি পেমেন্টের যে নিয়ম ছিল তা এই মুহুর্ত থেকে বাতিল করা হলো। এই নিয়ম বাতিল করার একটাই কারন সেটি হলো অসংখ্য কোয়ালিটিহীন এবং কপি পোস্ট সাবমিশন। যারা আসল রাইটার তারা ভালভাবেই নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। আর নতুনদের একটু বুঝিয়ে দিবেন ব্যাপারটা আশা করি।এসব নিয়ম অতি শীঘ্রই ওয়েবসাইটে আপডেট করা হবে। আপাতত ততক্ষন পর্যন্ত গ্রুপে পিন পোস্ট হয়ে থাকবে। আজ রাত ১২ টার পর থেকে যেসব পোস্ট সাবমিট হবে, সেগুলো নতুন নিয়মের আওয়তায় থাকবে।নতুন নিয়মে কিভাবে সফল ভাবে অর্থ উপার্জন করবেনঃ
  • এমন পোস্ট সাবমিট করবেন যা আসলে মানুষ পড়তে চায় এবং যেসব পোস্টের ভ্যালু অনেকদিন থাকবে।
  • ট্রেন্ডিং টপিক নিয়ে কেস স্টাডিস
  • পোস্ট পাবলিশ হলে পোস্ট গুলো নানা প্রোফাইল বা ফেসবুক পেজে বা গ্রুপে নিজ দায়িত্বে শেয়ার করা কারন যত বেশী শেয়ার হবে তত বেশী মানুষ পড়বে।  
এই ব্লগ মাধ্যমে যদি আপনি অর্থ উপার্জন করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খুলতে হলে এই সাইটের একেবারে উপরে ডানদিকে দেখতে পাবেন রেজিস্টার এবং লগিন করার লিঙ্ক। একাউন্ট খুলার পরেই আপনি লেখালেখি শুরু করতে পারবেন। আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট দিয়ে লগিন করতে পারবেন রেজিস্টের আইকনে ক্লিক করার পর।
একাউন্ট খোলার পর লগিন ঠিক মত হলে, উপরের মেনুবারে “পোস্ট সাবমিট করুন” লিঙ্কে ক্লিক করলেই পোস্ট সাবমিশন করার পেজ চলে আসবে। পোস্ট সাবমিট করার নিয়মঃ
  • আপনার পোস্টের একটি ভাল টাইটেল বা হেডলাইন থাকতে হবে।
  • আপনার পোস্টটির মূল অংশটি অর্থাৎ বিবরনটি কমপক্ষে ৭০০ শব্দের হতে হবে। আপনি চাইলে আপনার পোস্টের সাথে ছবি যংযোজন করতে পারেন। ছবি সংযোজন করার ক্ষেত্রে অন্যজনের ছবি বিনা অনুমতিতে সাবমিট করতে পারবেন না।
  • আপনার পোস্টের সাথে অবশ্যই একটি “ফিচার ইমেজ” থাকবে হবে যা আপনি পোস্ট সাবমিশন পেজে পাবেন। এই ছবিটি অবশ্যই আপনার পোস্টের সাথে রিলেটেড হতে হবে এবং ছবিটি নূন্যতম ১০০০ পিক্সেলের হতে হবে। ঘোলা বা অস্পস্ট ছবি দিলে আপনার পোস্টটি পাবলিশ করা নাও হতে পারে।
  • পোস্ট সাবমিট করার পর, আপনার পোস্টটি পেন্ডিং অবস্থায় থাকবে যা আমাদের একজন এডমিন পড়ে দেখবেন এরপর পাবলিশ করবেন অথবা রিজেক্ট করবেন। গাইডলাইনের বাইরে হলে আপনার পোস্টটি রিজেক্ট করা হবে এবং আপনি সেই পোস্টের জন্য কোন টাকা পাবেন না।

গাইডলাইন – নিয়ম কানুনঃ

  •  কোনভাবেই কোন ধর্মকে আঘাত করে কোন পোস্ট সাবমিট করা যাবেনা। যেকোন ধর্ম বিষয়ক কোন পোস্ট ফুটপ্রিন্টে দেয়া যাবে না আর এর কারন হলো, আমাদের সেই অভিজ্ঞতা নেই ধর্ম সম্পর্কে যেকোন মন্তব্য সঠিক নাকি ভুল।
  • প্রতিটি পোস্ট নূন্যতম ৭০০ শব্দের হতে হবে। সাবমিট করার আগে অবশ্যই আপনার বানান চেক করে নিবেন। যদি ভুল বানানে আপনার পোস্ট পাবলিশ হয়ে যায়, তাহলে সেটি পরিবর্তন করার আর কোন উপায় থাকবেনা। ৩টির বেশী বানান ভুল থাকলে সেই পোস্টের অর্ধেক টাকা কেটে নেয়া হবে পেনাল্টি হিসেবে।
  • অন্য কোন সাইট বা পত্রিকা বা সোর্স থেকে কপি পেস্ট করা যাবে না। যদি নকল করে কোন পোস্ট দেয়া হয় তাহলে উক্ত একাউন্ট ব্যান করে দেয়া হবে এবং ভবিষ্যতে আর কোনদিন এই সাইটে অর্থ উপার্জনের সুযোগ পাবেন না।
  • রাজনীতি বিষয়ে পোস্ট দেয়ার সময় অবশ্যই বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি আইন মেনে চলতে হবে।
  • কোন ধরনের বিজ্ঞাপনী পোস্ট বা লিঙ্ক পোস্ট করা যাবে না বা কোন পন্য বা স্থানকে প্রমোট করা হয় এধরনের পোস্ট রিজেক্ট হয়ে যাবে।
  • শিক্ষামূলক, প্রযুক্তি বা বিজ্ঞান বিষয়ক পোস্ট দেয়ার সময় যেকোন তথ্যের রেফারেন্স পোস্টের নীচে সংযুক্ত করে দিতে হবে।
  • কোন ধরনের সংবাদ মূলক বা ব্রেকিং নিউজ টাইপের পোস্ট দিতে হলে অবশ্যই সংবাদটির সত্যতা নিশ্চিত করতে হবে।
  • আমাদের এই সাইটে আপনার আইপি এড্রেস ট্র্য্যাক করা হবে সুতারাং কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বা সাইবার ক্রাইম আইনে কোন ধরনের পোস্ট যদি বেআইনী বলে গন্য করা হয়, তবে প্রশাসনকে আপনার ট্র্যাকিং ডাটা আমরা নিজ দায়িত্বে পৌছে দেব।
  • ফটো-স্টোরি বিভাগে কোন পোস্ট দেয়ার সময় অবশ্যই নিজের তোলা ছবি দিয়েই দিতে হবে। অন্যের তোলা ছবি যদি দেয়া হয় তাহলে সেই পোস্ট রিজেক্ট করা হবে।
  • যেকোন ধরনের পোস্ট বাংলাদেশীজম প্রজেক্ট কর্তৃপক্ষ ডিলিট, এডিট এবং পরিবর্তন করতে পারবে যেকারো অনুমতি ব্যতীত।
  • আপনার সাবমিট করা কোন পোস্ট যদি অনলাইনে আর কোথাও সাবমিট করা হয় তাহলে এই ব্লগে আপনার সেই পোস্টটি ডিলিট করে দেয়া হবে এবং এই পোস্টের জন্য আপনি কোন অর্থ উপার্জন করতে পারবেন না।
  • যেকোন সময়ে  এই সাইটের নিয়ম কানুন পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করতে পারবে।
  • আপনার পোস্ট আপনার নামেই থাকবে সুতারাং আপনার পোস্ট করা কোন বিষয় যদি কোন ধরনের আইনী সমস্যা সৃষ্টি করে তবে সেই সমস্যার দায়ভার আপনাকেই নিতে হবে।

Special Rules for YouTubers [যেকোন ধরনের ভিডিও পোস্টে আনপেইড বা কোন ধরনের অর্থ প্রদান করা হবে না।]

যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার তৈরী করা ইউটিউব ভিডিও ব্লগ দিতে চান তাহলে নীচের নিয়মগুলো মেনে চলুন –
  • ভিডিওটি অবশ্যই আপনার নিজের তৈরী হতে হবে এবং আপনার ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে হবে।
  • ভিডিও সবসময় YouTube Embed কোডের মাধ্যমে পোস্টে দিতে হবে।
  • প্রতিটি ভিডিও পোস্টের সাথে ৪৫০ শব্দের একটি নির্ভুল আর্টিকেল থাকতে হবে আপনার ভিডিও সম্পর্কে।
  • কোন ধরনের অশালীন / বা ব্লগ গাইডলাইন মেনে চলেনা এমন কোন কন্টেন্ট দেয়া যাবে না।
  • অশালীন বা ফেইক কোন ধরনের থাম্বনেইল ব্যবহার করা যাবেনা।











 ” যে কোন সময় যে কোন সিদ্ধান্ত পরবর্তনের অধিকার ফুটপ্রিন্ট কর্তৃপক্ষ রাখে। “

No comments

Powered by Blogger.