Header Ads

Header ADS

RICKSHAW GIRL By Amitabh Reza Chowdhury

 RICKSHAW GIRL By  Amitabh Reza Chowdhury





বাংলাদেশের "একমাএ সফল ডিরেক্টর" যার মুভি দেখার জন্য মানুষ কালো বাজারের টিকেট কিনেছে, বসুন্ধরার সামনে লাইন পড়ে গেছে, যার মুভি ১০ দিনে ২০ টা সিনেমা হলে ৯১ টি সো হাউজফুল ছিল! "আয়নাবাজি" ৷
বাংলাদেশের একটি মুভি নিয়ে বাংলাদেশের দর্শক এত মাতামাতি কবে করেছে আমার মনে নাই ৷ একটা আশ্চর্যের বিষয় হল এই মুভি রিলিজের অল্প কিছুদিনের মধ্যই পাইরেসি হয়ে যায় বিভিন্ন লিঙ্ক বের হয় হাজার হাজার বার ডাউনলোডও হয়ে যায় এরপরও মানুষ হলে গিয়েছে এবং নির্সন্দেহে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য অনেক ভালো একটা দিক যদিও ২-৩ ঘন্টার মধ্যেই পাইরেসি করা লিঙ্কটা ডেড করে দেওয়া হয় ৷ এটাও শুনেছি যে কলকাতায় এই মুভিটি রিমেক হতে যাচ্ছে জানিনা কতটুকু সত্য, অর্থ্যত মাতামাতির শেষ নেই ৷ মুভিটি বাংলাদেশের সবছেয়ে লাভবান ছবি ছিল ৷ অনেক পুরষ্কারও জিতে নিয়েছে, বাহিরে অনেক শোতেও গিয়েছে ৷
বলতে গেলে শেষ হবে না বলতে চাই আজ এই মানুষটার জন্মদিন, বেঁচে থাকেন অনেক বছর এবং আমাদের আরও এমন মুভি উপহার দিন আমাদের ইন্ড্রাস্টির অবস্থা খুব একটা ভাল না এটাকে ঠিক করার দায়িত্ব আপনাদেরই হাতে আমাদের ভলল কিছু দেখার সুযোগ করে দিন ৷ :-)
হয়ত অনেকেই জানেন যে তার আরোকটা মুভি আসতেছে যার নাম "RICKSHAW GIRL" মুভিটির জন্য শুভকামনা রইল ৷ মানুষকে হলমুখী করার জন্য অনেক ধন্যবাদ ৷

No comments

Powered by Blogger.