Header Ads

Header ADS

White House Down (2013) Movie Review

সিনেমাঃWhite House Down (2013)

 

 

বিভাগঃ Action , Drama , Thriller
ডিরেক্টরঃ Roland Emmerich
রেটিংঃ 6.4/10

বাবা মেয়েকে নিয়ে ঘুরতে গেছেন হোয়াইট হাউজে এবং সাথে সেখানে প্রেসিডেন্টের সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করার জন্য ইন্টারভিউ ! এরই মধ্যেই হটাত গোলমাল আর আক্রমণ ।ভিতরে জিম্মি অনেকে!কি হচ্ছে !!!
এত কঠিন সিকিউরিটি থাকা স্বত্বেও হোয়াইট হাউজে এট্যাক ? স্বয়ং প্রেসিডেন্ট আটকা ভিতরে ! কি হচ্ছে ভিতরে , কীভাবে সম্ভব এটা !!
বাহিরে চলছে বৈঠক, কিভাবে প্রেসিডেন্টকে উদ্ধার করা যায় । কারা এর পিছনে জড়িত !নিজেদের লোক নাকি বাহিরের !!সবার কপালে ঘাম ঝরছে এই পরিস্থিতিতে !!
প্রেসিডেন্টের জীবন বাঁচাতে একজন লড়ে যাচ্ছেন সন্ত্রাসীদের সাথে, তার সঙ্গ দিচ্ছেন নিজেকে ব্যাবহার করছেন ঢাল হিসেবে ঐদিকে আবার এক ছোট বাচ্চা মেয়ে ভিতরে কি হচ্ছে তার ভিডিও ছেড়ে দিয়েছে তার মোবাইল থেকে ! বেরিয়ে আসবে কি আসল সত্য ,জিম্মিরা কি বাঁচতে পারবে , প্রেসিডেন্ট কি আদৌ সেখানে জীবিত আছেন !!
বাহিরে একটা পতাকা উড়াচ্ছে একটা মেয়ে অন্যদিকে এগিয়ে আসছে নিজেদের যুদ্ধবিমান সন্ত্রাসীদের ধ্বংস করে নিজেদের নিরাপত্তার জন্য হোয়াইট হাউজকে উড়িয়ে দিতে। পতাকা কি বিজয়ের প্রতীক হিসেবে কাজ করবে !
রক্ষা হবে কি প্রেসিডেন্টের ! বেঁচে ফিরতে পারবেন কি হোয়াইট হাউজ থেকে।
সিনেমায় প্রেসিডেন্টের অভিনয় টা অস্থির লেগেছে ☺️

No comments

Powered by Blogger.