The Shawshank Redemption Movie Review
মুভির নাম : The Shawshank Redemption
মুভির নামটাই কেমন
যেনো! পর পর ৩ বার দেখছি মুভিটা। কিন্তু কিছুই বুঝতে পারি নি।
তবে মুভিটির
প্রতি যে আমার আকর্ষণ ছিল না তা বললে ভুল হবে। মুভিটির প্রতি আমার আকর্ষণ
থাকার প্রধান কারন IMDB রেটিং। আমার দেখা সবথেকে বেশি IMDB রেটিং এই
মুভিটার। ১০ থেকে ৯.৪ ছিল এই মুভিটার। কিন্তু কেন এতো বেশি।যেখানে টাইটানিক
এর মত মুভি এই মুভিতে ছুতে পারে নি??
অনেক আকর্ষণ নিয়ে ডাউনলোড দেই আরেকবার। সাইটাইটেল সহ দেখা শুধু করি। এই
মুভিটাতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা মর্গান ফ্রীমেন আর টিম
রব্বিনস।যেখানে টিম রব্বিনস মানে এন্ডি নিজের স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে
হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।কিন্তু এন্ডি আসল হত্যাকারি
ছিলো না।মুভিটার সবচাইতে আকর্ষণীয় অংশ হলো মাত্র ৬সে.মি হাতুরি দিয়ে ৫০০
মিটার মাটি খুড়ে এন্ডি জেল থেকে পালায়।যেখানে মর্গান ফ্রীমেন বলেছিলো ৬০০
বছর লাগবে এই হাতুরি দিয়ে মাটি খুড়ে জেল থেকে পালাতে। সেখানে ২০ বছর মাটি
খুড়ে জেল থেকে পালায় এন্ডি।আমার কাছে এই মুভির সবচাইতে প্রিয় ডায়লগ হলো
কিছু পাখি খাচায় থাকার জন্য নয়। পুরো মুভিটা মুভিটা যে কত সুন্দর তা ববলার
ভভাষা হারিয়ে ফেলেছি। এই পর্যন্তই থাক।সব আমি বলে দিলে আপনারা দেখবেন কি?
No comments