বাকের ভাই এর ফাঁসির রায় হয়ে গেছে
বাকের ভাই এর ফাঁসির রায় হয়ে গেছে... চারিদিকে নিস্তব্ধতা।
জেলার সাহেব শেষমুহূর্তে এসে অন্তিম ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করলেন, "বাকের সাহেব, কিছু খাবেন...??"
বাকের ভাই জেলার সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, "ঠান্ডা এক গ্লাস পানি... আর একটা গান শুনতে চাই, 'হাওয়া মে উড়তা জায়ে'...!"
যে মুনা বাকের ভাই এর সাথে জীবনে নরম সুরে একটা কথা বলে নি... সেই মুনা'ই
এলো বাকের ভাই এর লাশ নিতে.... জেলের সামনে দাঁড়ানো মুনার চোখের পানি... আর
বুক ভরা হারানো বেদনা... ছুঁয়ে গেছে এদেশের প্রতিটা মানুষের অন্তর... এটা
অস্বীকার করাটা নিমকহারামি হয়ে যাবে...!
বাকের ভাই মানুষটা এমনি সৃষ্টি হন নি... বাকের ভাই এর কষ্টে মানুষ এমনিতেই পথে নামেন নি।
সব কিছুর পেছনে স্রষ্টা হিসেবে জাদুর কাঠিটা হুমায়ূন আহমেদ নামের 'চরিত্রহীন' এবং 'বাজারী' লেখকটা'ই নেড়েছিলেন।
আমি এই খারাপ মানুষটিকে মিস করি|
বাকের ভাই মানুষটা এমনি সৃষ্টি হন নি... বাকের ভাই এর কষ্টে মানুষ এমনিতেই পথে নামেন নি।
সব কিছুর পেছনে স্রষ্টা হিসেবে জাদুর কাঠিটা হুমায়ূন আহমেদ নামের 'চরিত্রহীন' এবং 'বাজারী' লেখকটা'ই নেড়েছিলেন।
আমি এই খারাপ মানুষটিকে মিস করি|
No comments